আজ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। এ বছর শতবর্ষ উৎযাপন করবে বিশ্বভারতী। প্রতিবছর ৮ পৌষ প্রতিষ্ঠা দিবস পালন হয় বিশ্ববিদ্যালয়ে। আজ ১১টা নাগাদ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছড়াও, ভিডিয়ো কনফারেন্সে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রাজ্যপাল ও অন্যান্যরাও। প্রধানমন্ত্রীর বক্তব্য, \" সকলকে অভিনন্দন। এই বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্ণ হওয়া সকলের জন্য বড় গর্বের। আমার জন্যও এটা অনেক বড় বিষয়। বিশ্বভারতীর ১০০ বছরের যাত্রা গুরুদেবের চিন্তা, দর্শন ও পরিশ্রমের অবতার। এটা একটা আরাধ্যস্থল। নতুন ভারতের নির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জুগিয়েছে। বিশ্বভারতীয় প্রতিভা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান পেছনে শুধু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই ছিল না, আরও অনেক কিছুই ছিল। বিশ্বভারতীয় দেশের পথপ্রদর্শক। বিশ্বভারতীয় দেশের একতার প্রতীক। যুগের সন্ধিক্ষণে একসঙ্গে অনেকগুলি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল ভারতে। প্রকৃতির সঙ্গে মিলে অধ্যয়ন ও জীবনচর্যার উদাহরণ বিশ্বভারতী। ভারত একমাত্র প্রধান দেশ যা প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথে এগিয়ে চলছে।\"